মাইলস্টোন দুর্ঘটনার তদন্তে শিগগিরই চীনের দল আসবে: বিমানবাহিনী
টুইট ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনার তদন্তে শিগগিরই চীনের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিমানবাহিনীর এয়ার কমোডর শহিদুল ইসলাম।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তদন্ত প্রতিবেদন আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে।” এছাড়া তিনি জানান, পাইলট তৌকিরের সঙ্গে এয়ার কন্ট্রোল এজেন্সির সক্রিয় যোগাযোগ ছিল।
এ সময় বিমানবাহিনীর এয়ার কমোডর মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারগুলোর পাশে থাকবে বিমানবাহিনী।
অন্যদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে দাবি করেন, রাজউকের নিয়মকানুন মেনে ভবন নির্মাণ করা হয়েছিল।