চাঁদাবাজ ও মাদকের গডফাদাররা রেহাই পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
টুইট ডেস্ক : চাঁদাবাজ কিংবা মাদকের গডফাদার যেই হোক, কেউ আইনের আওতার বাইরে থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোক বা যত প্রভাবশালী হোক না কেন, আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না।”
সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটি ঠেকাতে উচ্চপর্যায়ের একটি কমিটি কক্সবাজারে গিয়ে কাজ করেছে। কিছু সুফলও মিলেছে। মাদক ধরা পড়ার সংখ্যা বাড়ছে, কারবারিরাও ধরা পড়ছে। তবে গডফাদাররা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। এর পেছনে কিছু সংস্থার ব্যর্থতাও রয়েছে। সবাই থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না।”
তিনি আরও বলেন, “কে বা কারা সহযোগিতা করছে না, আপাতত তা বলতে চাচ্ছি না। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে।”
সাম্প্রতিক চিরুনি অভিযানের প্রসঙ্গে উপদেষ্টা জানান, গুলশান এলাকার চাঁদাবাজদের গ্রেপ্তার করা হয়েছে এবং তা নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
“কেউ সমন্বয়ক পরিচয় দিলেও ছাড় পাবে না,” বলেন তিনি। “যে পরিচয়ই দিক না কেন, অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”
আসন্ন নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ আগস্ট মাস থেকেই শুরু হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। “এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে—এভাবে পর্যায়ক্রমে নির্বাচন পর্যন্ত প্রশিক্ষণ চলবে,” বলেন তিনি।
এসপি ও ওসিদের বদলির বিষয়ে উপদেষ্টা বলেন, “এটি একটি চলমান প্রক্রিয়া। নিয়মিতভাবে বদলি হয়ে থাকে।”
সকালবেলার প্রধান উপদেষ্টার দপ্তরে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা ছিল কোর কমিটির নিয়মিত বৈঠক। কী আলোচনা হয়েছে, তা প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানাবেন।”