রাজশাহীতে র‍্যাবের অভিযানে গাঁ’জাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় র‌্যাব-৫ এর একটি অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রনি (৩৬), পিতা মো. হাতেম কসাই, বাড়ি হোসনিগঞ্জ, থানা বোয়ালিয়া, রাজশাহী।

শনিবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সিপিএসসি-র একটি আভিযানিক দল এলাকাটিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরেই মো. রনি গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিলেন। তিনি নিজেও বিভিন্ন ধরণের মাদক সেবনে জড়িত বলে স্বীকার করেছেন।

গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।