রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : ‘জুলাইয়ের আত্মত্যাগ আমাদের মুক্তির প্রেরণা’ প্রতিপাদ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সোমবার সকালে রাজশাহী হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনের পথপ্রদর্শক। সেই চেতনায় সবাইকে অনুপ্রাণিত হতে হবে।” তিনি আরও বলেন, “আজকের মেডিকেল ক্যাম্প ও রক্তগ্রুপিং কার্যক্রমের মাধ্যমে আমরা ভবিষ্যতের জরুরি রক্তসংগ্রহের জন্য ডেটাবেইজ তৈরি করছি, যা সমাজে নিরাপদ রক্তদানের সংস্কৃতি গড়তে সহায়ক হবে।”

সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিমের সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা. মাহবুবা খাতুন, মেডিকেল অফিসার ডা. বায়োজীদ-উল ইসলাম, ডা. আব্দুর রাকিবসহ বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এ কর্মসূচিতে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন সাধারণ মানুষ। অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রেড ক্রিসেন্টের মেডিকেল টিম এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

দিনব্যাপী আয়োজনে শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শহিদ আবু সাঈদের মেডিকেল রিপোর্ট তৈরি ও প্রকাশে নানা বাধা ছিল, কিন্তু চিকিৎসকরা সাহসিকতার পরিচয় দিয়েছেন। বক্তারা জানান, গণঅভ্যুত্থানে আহতদের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হেলথ কার্ড প্রদান করা হয়েছে, যার মাধ্যমে তারা দেশের যেকোনো সরকারি হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা নিতে পারবেন।