রাজশাহী বিএমডিএতে নিয়োগ দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সামনে তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে এই কর্মসূচি পালিত হয়। বেলা দেড়টার দিকে তারা কর্মসূচি শেষ করেন।

প্রায় পৌনে ১২টায় রুয়েট ক্যাম্পাস থেকে বাসযোগে শিক্ষার্থীরা নগরীর বর্ণালি মোড়ে বিএমডিএ কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা স্লোগান দেন এবং কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। এরপর একটি প্রতিনিধিদল বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে তিন দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি: সহকারী ইঞ্জিনিয়ার (সপ্তম গ্রেড) পদে নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে, প্রমোশনাল কোটা বাতিল করতে হবে। উপসহকারী ইঞ্জিনিয়ার (অষ্টম গ্রেড) পদে সব ধরনের ডিপ্লোমা কোটা বাতিল করে শুধু ইঞ্জিনিয়ারদের জন্য পদটি উন্মুক্ত করতে হবে। বর্তমানে সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে চলতি দায়িত্বে থাকা ব্যক্তিদের অপসারণ করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

রুয়েটের শিক্ষার্থী মেহরান আল বান্না বলেন, “গত ১৭ বছর ধরে বিএমডিএতে কোনো নিয়োগ হয়নি। নিচের স্তরের কর্মকর্তাদের চলতি দায়িত্ব দিয়ে উপরের পদে বসানো হয়েছে, এখন তাঁরা স্থায়ীত্ব চাচ্ছেন। এটি অবিচার। আমরা চাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু হোক।”

এ বিষয়ে বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম বলেন, “শিক্ষার্থীরা যেসব দাবি তুলেছেন, সেগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিষয়গুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে।”

এর আগে ২০ জুলাই রুয়েট শিক্ষার্থীরা একই দাবিতে রাজশাহীর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন।