মা’দক মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত চায় অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক : সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।

রোববার (২৭ জুলাই) বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্তবর্তী কোনো জেলায় মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই এই অভিযান অব্যাহত থাকবে।”

সভায় মহাপরিচালক উল্লেখ করেন, “কক্সবাজার এখনও মাদকের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি মিয়ানমার থেকে বান্দরবান হয়ে একটি নতুন রুট সক্রিয় হয়েছে। দেশের অভ্যন্তরে প্রয়োজনীয় পরিবর্তন সম্ভব হলেও প্রতিবেশী দেশের নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই।”

মাদকবিরোধী কার্যক্রমকে আরও বেগবান করতে আট বিভাগে পৃথক মাদক আদালত গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এতে মাদক-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মহাপরিচালক।

জেলা প্রশাসক হোসনা আফরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন, পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম এবং সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মীর শওকত আলম।

সভা শেষে অংশগ্রহণকারী স্টেকহোল্ডাররা মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেগুলোর উত্তর প্রদান করেন।