আসিয়ান সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

টুইট ডেস্ক : আসিয়ান সদস্যপদ অর্জনে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই অনুরোধ জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং এ পথে আপনাদের সমর্থন গুরুত্বপূর্ণ। ২০২০ সালেই বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল সংলাপ অংশীদার হওয়ার আবেদন করেছে।” তিনি আশা প্রকাশ করেন, আসিয়ানের বর্তমান সভাপতি দেশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশের সদস্যপদ অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাক্ষাতে নুরুল ইজ্জাহ সাম্প্রতিক উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করলে প্রধান উপদেষ্টা বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমরা অনেক মূল্যবান জীবন হারিয়েছি।”

আলোচনায় ড. ইউনূস নুরুল ইজ্জাহকে তার রাজনৈতিক দলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক রূপান্তর ও অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ তুলে ধরেন।

তিনি বলেন, “ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া গণআন্দোলনে সাধারণ মানুষও সম্পৃক্ত হয়েছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে একজোট হয়ে জনগণ প্রতিবাদ করেছে। ছাত্ররা বিদ্রোহের চেতনায় শহরের দেয়াল ও সড়ক রাঙিয়ে তুলেছে।”

এ সময় মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “বাংলাদেশে অর্ধেকের বেশি জনসংখ্যা ২৭ বছরের নিচে। এখানে শিল্প স্থাপন করে রপ্তানি করলে উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।