বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

টুইট ডেস্ক : উত্তরায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহযোগিতার জন্য বিদেশি চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ সদস্যের একটি চিকিৎসক ও নার্সের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কৃতজ্ঞতা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “এই চিকিৎসক দলগুলো শুধু তাদের দক্ষতা নয়, হৃদয় নিয়েও এসেছেন। তাদের উপস্থিতি আমাদের অভিন্ন মানবিকতা ও বৈশ্বিক অংশীদারিত্বের মূল্য আবারও প্রমাণ করেছে।”

তিনি জানান, আহতদের জটিল চিকিৎসা নিশ্চিত করতে বিদেশি চিকিৎসকরা স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। তিনি সংশ্লিষ্ট দেশগুলোকে কূটনৈতিক সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং সফররত চিকিৎসকদের সর্বাত্মক সরকারি সহায়তার আশ্বাস দেন।

ড. ইউনূস চিকিৎসা খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা, ভার্চুয়াল প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগের আহ্বান জানান।

উক্ত বৈঠকে সিঙ্গাপুরের ১০ জন, চীনের ৮ জন এবং ভারতের ৪ জন চিকিৎসক ও নার্সসহ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সিঙ্গাপুরের মিশন প্রধান উপস্থিত ছিলেন।