নেসকোর প্রিপেইড মিটারে মাসে ভাড়া ৪০ টাকা, গ্রাহকদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রিপেইড মিটার ব্যবহার করে মাসে মাসে ভাড়া দিতে গিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন রাজশাহীর গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, পুরনো মিটার বিনা নোটিশে খুলে নতুন প্রিপেইড মিটার বসানো হচ্ছে, এরপরও দিতে হচ্ছে ভাড়া। এতে করে কেউ কেউ এটিকে বৈষম্য এবং অবিচার হিসেবে দেখছেন।
রাজশাহী নগরীর দাসপুকুর এলাকার বাসিন্দা এনামুল হক বলেন, “আমার কেনা মিটার সরিয়ে দিয়ে প্রিপেইড মিটার বসানো হয়েছে। অথচ সেটির জন্য আমাকে মাসে ৪০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে। এটা তো সম্পূর্ণ অন্যায়।”
নেসকোর তথ্য মতে, রাজশাহী ও রংপুর অঞ্চলে প্রায় ৬ লাখ ৭০ হাজার প্রিপেইড মিটার বসানো হয়েছে। এসব মিটারের সংযোগের ধরন অনুযায়ী মাসিক ৪০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। গড়ে প্রতি মাসে ভাড়া বাবদ ২৭ কোটি টাকা সংগ্রহ করছে সংস্থাটি।
নেসকোর স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রকল্প পরিচালক হাসিবুর রহমান জানান, “প্রিপেইড মিটার বসাতে সরকার সম্পূর্ণ ব্যয় বহন করছে না। এর রক্ষণাবেক্ষণ ও লোন পরিশোধের জন্য এই ভাড়া নির্ধারিত হয়েছে। গ্রাহক চাইলে এককালীন দাম পরিশোধ করে মিটার কিনে নিতে পারেন।”
তবে অনেক গ্রাহক বলছেন, মিটার বসানো একটি সরকারি সেবা। সেখানে আলাদা ভাড়া ও অতিরিক্ত চার্জ আরোপ কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, “প্রিপেইড মিটারগুলো ত্রুটিপূর্ণ। আমাদের কেনা মিটার ফেরত দেওয়া হোক, না হলে আমরা আন্দোলনে যাব।”
এ বিষয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে, যা ভবিষ্যতে বৃহত্তর প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।