চাঁদাবাজির মামলায় ছাত্রনেতা রাজ্জাকসহ চারজন রিমান্ডে
টুইট ডেস্ক : ঢাকার গুলশানে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদসহ চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ জুলাই) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে এ আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই সকাল ১০টার দিকে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন আবদুর রাজ্জাক ও তাঁর সহযোগী কাজী গৌরব অপু। এ সময় তাঁরা বাড়ির মালিক আবু জাফরকে হুমকি দিয়ে ১০ লাখ টাকা আদায় করেন। পরে আবার চাঁদার বাকি ৪০ লাখ টাকা নিতে গেলে পুলিশ অভিযান চালিয়ে রাজ্জাকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
রোববার বিকেলে আদালতে আনা হলে রাজ্জাকসহ আসামিরা মুখ ঢেকে রাখেন। তাঁদের দেখে ক্ষুব্ধ হন উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষ। আদালত চত্বরে তাঁদের বিরুদ্ধে স্লোগান দেন অনেকে। শুনানিতে গুলশান থানার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষ আসামিদের ১০ দিনের রিমান্ড চান। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা সুশিক্ষিত তরুণদের নেতা পরিচয়ে অভিজাত এলাকায় গিয়ে পরিকল্পিতভাবে চাঁদা আদায় করতেন। পুলিশ বলছে, এ ঘটনার পেছনে কারা রয়েছেন, তা জানতেই রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
রাজ্জাকের পক্ষের আইনজীবী দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার ও নিরপরাধ।