রাজশাহীতে ভাই হ’ত্যায় মা-ছেলে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে সৎ ভাই খুনের ঘটনায় মা-ছেলেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৬ জুলাই) ভোরে পবার কয়রা গ্রামের একটি বাড়ি থেকে র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতার দুজন হলেন—মো. মেহেদী (২৪) ও তার মা পারভিন বেগম (৪০)। তারা রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে আলিমগঞ্জ গ্রামের আমিরুল মোমিন (৪০) নামের এক ব্যক্তি তার সৎ ভাই মিজানুর রহমান মিজু (৫০) ও তার পরিবারের লোকজনের হামলায় নিহত হন। হামলার সময় হাঁসুয়া ও চাপাতি দিয়ে আমিরুলকে কুপিয়ে আহত করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হন আমিরুলের ভাই গোলাম আজমও। তাদের দুজনকেই বাড়ির সামনে হামলা চালিয়ে জখম করা হয় বলে জানায় র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ২১ জুলাই দুই পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে ২৪ জুলাই আমিরুলের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাজশাহীর দামকুড়া থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলার দুজন আসামিকে গ্রেফতার করা হলেও প্রধান আসামি মিজানুর রহমানসহ অন্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।