পুলিশের ৯ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক : পুলিশ প্রশাসনে রদবদল করা হয়েছে ৯ কর্মকর্তার। এর মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ছয়জন সহকারী পুলিশ সুপার (এএসপি)। শনিবার (২৬ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

রোববার (২৭ জুলাই) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামানকে বদলি করে কুড়িগ্রামে, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদকে পদায়ন করা হয়েছে পিবিআইয়ে, পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুনরায় সদরদপ্তরেই পদায়ন করা হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ সুপারদের মধ্যে যারা বদলি হয়েছেন, তারা হলেন—

এপিবিএনের এএসপি মো. আবদুল হাদী → সিআইডিতে

ডিএমপির এএসপি মো. তানভীর রহমান → বগুড়ার গাবতলী সার্কেল

ডিএমপির এসি রাজিব গাইন → এপিবিএনে

সিআইডির এএসপি আব্দুল্লাহ-আল-মামুন → খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি)

র‌্যাবের এএসপি মো. আসিফ হোসেন → বগুড়ার আদমদিঘী সার্কেল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের এএসপি তপন সরকার → র‌্যাবে পদায়ন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।