কেন্দ্রীয় কমিটি ছাড়া স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কার্যক্রম

টুইট ডেস্ক : চাঁদাবাজির অভিযোগে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সমন্বয়ক রিফাত রশিদ এ ঘোষণা দেন।

রিফাত রশিদ বলেন, “সম্প্রতি আমরা লক্ষ্য করেছি সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন মহল অসৎ উদ্দেশ্যে অপকর্ম চালাচ্ছে। এর পেছনে কিছু রাজনৈতিক দলের ছায়াও রয়েছে। এমনকি আমাদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ের কিছু সদস্যও বিপথগামী হয়েছে। আমরা পূর্বেই সতর্ক করেছিলাম, সংগঠনের ব্যানারে কোনো ধরনের অপকর্ম বরদাস্ত করা হবে না। কিন্তু তা সত্ত্বেও অপপ্রয়াস চলতেই থাকায় আজ এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”

তিনি জানান, সংগঠনের জরুরি অর্গানোগ্রামিক বৈঠকে চারজন উপস্থিত নেতার সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে যে, কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের সব জেলা, উপজেলা, থানা ও শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত কমিটিগুলোর কার্যক্রম ২৭ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে রিফাত বলেন, “আজকের ঘোষণার পর সংগঠনের নাম ব্যবহার করে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাই। প্রয়োজনে আমরা সম্পূর্ণ আইনি সহযোগিতা করতে প্রস্তুত।”

তিনি আরও জানান, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও কাঠামো কেমন হবে, তা শিগগিরই গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।