আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার
আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরির নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা, শহিদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ
টুইট ডেস্ক: চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের আগের ১৫ বছরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী হামলায় নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় শহিদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই নির্দেশনা দেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন আবরারের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন।
আবরার হত্যার বিচার ত্বরান্বিতের আহ্বান
আবরারের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ বলেন, “দেশের স্বার্থে কথা বলার কারণে আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে অসম পানি বণ্টনের বিরুদ্ধে কথা বলেছিল। তার মা আজও কান্না করেন। আমরা চাই, আর কোনো মা যেন সন্তানের লাশ না দেখেন।”
তিনি আবরার ফাহাদ হত্যা মামলার বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীবান্ধব করতে দাবি
আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, “আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো শিক্ষার্থীবান্ধব নয়। ল্যাব, সরঞ্জাম, সহায়ক ব্যবস্থা—সবকিছুতেই ঘাটতি রয়েছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাঙ্গনগুলো শিক্ষার্থীবান্ধব করুক।”
তিনি আরও বলেন, “বুয়েটে নিপীড়নের ঘটনা আগেও ঘটেছে। তদন্ত ও বিচার হয়নি। আমরা চাই, আগের সব ঘটনাও তদন্ত করা হোক।”
প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি
প্রধান উপদেষ্টা বলেন, “আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ড পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। এই ঘটনার বিচার হবেই। পাশাপাশি ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরি করে প্রতিটি ঘটনাই তদন্ত করে দেখা হবে।
এমনকি তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোরও তদন্ত চলমান আছে।”
তিনি আশ্বাস দেন, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও সহায়ক করতে সরকার উদ্যোগ নেবে।