বিমান দুর্ঘটনায় চীন-জাপানের জরুরি চিকিৎসা সহায়তার ঘোষণা
বাংলাদেশে বিমান দুর্ঘটনায় চীন ও জাপানের জরুরি চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি
টুইট ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৭০ জনের বেশি। এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে চীন ও জাপান।
দুই দেশই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা পাঠাতে প্রস্তুত বলে জানায়। তারা দ্রুত জানতে চেয়েছে, কোন ধরণের চিকিৎসা সহায়তা ও সরঞ্জাম বাংলাদেশের প্রয়োজন।
চীনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের এই শোকাবহ ঘটনার সময় আমরা বন্ধু রাষ্ট্রের পাশে দাঁড়াতে প্রস্তুত। জরুরি চিকিৎসা দল, ওষুধ ও অত্যাধুনিক চিকিৎসা সামগ্রী পাঠানো যেতে পারে।”
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,“ আমরা বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে আহতদের সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার ধরন নিশ্চিত করলেই কার্যক্রম শুরু করব।”
উল্লেখ্য, দুর্ঘটনায় আহতদের অধিকাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী এবং শিক্ষক। ঢাকার বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।