রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৫০
বিশ্ব ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় বিমানে থাকা অন্তত ৫০ জনের সবাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) আঙ্গারা এয়ারলাইন্সের একটি বিমান সুদূর পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে বিধ্বস্ত হয়। বিমানটি চীন সীমান্তবর্তী টিন্ডা শহরের দিকে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের এ বিমানে ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ। তিনি জানান, যাত্রীদের মধ্যে পাঁচজন শিশু ছিল। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর লেখেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় জরুরি বাহিনী মোতায়েন করা হয়েছে।
তবে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রাথমিক তথ্যে বিমানে প্রায় ৪০ জন আরোহী ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিমান বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র- তাস, দ্য ডেইলি সাবাহ