বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রাজশাহীতে কিন্ডারগার্টেনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ বাতিলের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুলাই ২০২৫) দুপুরের দিকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী মহানগরের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি ও আব্দুল মজিদ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া স্বপন, সাধারণ সম্পাদক ও মির্জাপুর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সহ বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, “জুলাই বিপ্লব বৈষম্যের বিরুদ্ধে ছিল, সেই সরকারের আমলে কোমলমতি শিক্ষার্থীরা যদি আবার বৈষম্যের শিকার হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক। সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলের শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সমান সুযোগ থাকতে হবে।”

তারা আরও বলেন, “প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাই ২০২৫ প্রকাশিত পরিপত্র অনুযায়ী শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫’-এ অংশ নিতে পারবে। এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঞ্চিত হবে, যা সংবিধান ও শিক্ষার ন্যায়ের পরিপন্থী।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এতে অবিলম্বে ওই পরিপত্র বাতিল করে সব শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।