মাইলস্টোন দুর্ঘটনা: এখনও নিখোঁজ ৩ শিক্ষার্থী, ২ অভিভাবক
টুইট ডেস্ক: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন তিনজন শিক্ষার্থী ও দুইজন অভিভাবক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তদন্ত কমিটির সদস্য ও প্রতিষ্ঠানটির স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার। তিনি বলেন, “আমাদের কাছে পরিবারগুলোর পক্ষ থেকে পাওয়া তথ্যমতে এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন—তাদের মধ্যে তিনজন ছাত্রী ও দুইজন অভিভাবক।”
তিনি আরও জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে।
এদিকে, জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানিয়েছেন, আগামী রোববার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু করার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হলে ভয়াবহ ট্র্যাজেডির সৃষ্টি হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জনের, যাদের বেশিরভাগই শিশু। ৫৭ জন দগ্ধ ও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এছাড়া ছয়টি পোড়া মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিখোঁজদের পরিবারের সদস্যদের নমুনা দেওয়ার অনুরোধ করা হয়েছে।