বাংলাদেশ ব্যাংকের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার
টুইট ডেস্ক: কর্মীদের পোশাক পরিধান সংক্রান্ত অভ্যন্তরীণ নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, “বিভিন্ন বিভাগীয় সভায় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শালীন পোশাক পরিধান নিয়ে কিছু আলোচনা হয়েছিল। এটি কোনোভাবেই বাধ্যতামূলক বা নীতিগত সিদ্ধান্ত ছিল না, বরং কেবল প্রস্তাবনা পর্যায়ের একটি বিষয় ছিল।”
তিনি আরও জানান, বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে এবং বিদেশে অবস্থানরত গভর্নর আব্দুর রউফ তালুকদারের দৃষ্টিগোচর হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে নির্দেশনা প্রত্যাহারের নির্দেশ দেন। ভবিষ্যতে এ ধরনের কোনো নীতিমালা থাকলে তা আনুষ্ঠানিকভাবে সার্কুলার আকারে প্রকাশ করা হবে বলেও জানান মুখপাত্র।
এর আগে বুধবার রাতে একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ এর ২১ জুলাইয়ের একটি নির্দেশনায় নারী কর্মীদের ছোট হাতা ও স্বল্প দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না এবং সাদামাটা হিজাব পরার পরামর্শও উল্লেখ করা হয়।
তবে ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এই নির্দেশনা ছিল কেবল ‘পরামর্শমূলক’, যা কোনোভাবে কারও ব্যক্তিগত পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না।