বিএনপি নেতা-কর্মীরা নয়াপল্টনে সমবেত
টুইট ডেস্ক : নয়াপল্টনে বিজয় দিবসে বিএনপি নেতা-কর্মীরা দুপুরে সমবেত হচ্ছেন এবং বিজয় র্যালি শুরু করবে দলটি। এই কর্মসূচি ঘিরে নয়াপল্টনে ইতোমধ্যে নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে।
গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার দেড় মাস পর, শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে, নয়াপল্টন থেকে বিজয় র্যালি শুরু হবে বিএনপি দলের।
বিজয় দিবসের উপলক্ষ্যে নয়াপল্টনে সমাবেত হতে ইচ্ছুক নেতা-কর্মীরা ইতোমধ্যে তাদের কার্যসংস্থানে এসে গিয়েছেন।
দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিমা রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খান সহ সিনিয়র নেতারা এবং দলের অন্যান্য কর্মীদের দেখা গেছে।
এদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।
এর আগে বিজয়ের সকালে সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা।
এরপর ১১ দফায় ২২ দিন অবরোধ ও ৪ দিন হরতাল পালন করে বিএনপি ও সমমনা দলগুলো। ২৮ অক্টোবর থেকে দলের কার্যালয়ে তালা ঝুলানো।