বিমানবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

টুইট ডেস্ক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বুধবার (২৩ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এই সাক্ষাতে সাম্প্রতিক পেশাগত বিষয়াদি, জাতীয় নিরাপত্তা পরিস্থিতি ও প্রতিরক্ষা খাতের সার্বিক অগ্রগতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে বিমানবাহিনীর আধুনিকীকরণ প্রক্রিয়া, প্রশিক্ষণ কার্যক্রমের উন্নয়ন এবং আন্তঃবাহিনী সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

সাক্ষাৎ শেষে তারা পারস্পরিক সহযোগিতা ও সংহতির ভিত্তিতে ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।