সিরাজগঞ্জে ট্যাংকলরী উল্টে চালক নি’হত
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী ট্যাংকলরীর চাকা ফেঁটে গাড়ি উল্টে চালক নিহত নিহত হয়েছে। নিহত সোহাগ হোসেন (৪৫) এর বাড়ি বগুড়া জেলায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রোউফ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৫টায় বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে ট্যাংকলরী ভরে জ্বালানী তেল নিয়ে বগুড়ায় যাবার পথে সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার জুংলীপুরে পৌছে।
তখন হঠাৎ ট্যাংকলরীর চাকা ফেটে গেলে গাড়িটি উল্টে ঘটনাস্থলেই চালক সোহাগ হোসেন মারা যায়। তখন সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিহতের লাশ উদ্ধার করে।