আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করেন এবং কিশোর অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, চাঁদাবাজি ও অবৈধ দখলকারীদের বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া গুজব প্রতিরোধে পুলিশ সদস্যদের সতর্ক ও সচেতন থাকার নির্দেশ দেন।
জুন মাসের পরিসংখ্যান পর্যালোচনার পাশাপাশি জুলাই মাসের অগ্রগতির গতি আরও বাড়াতে কার্যকর উদ্যোগ ও কৌশল প্রণয়ন করা হয়। নগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের প্রতিবেদনও উপস্থাপিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) এবং আরএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।