আরএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি ও অবৈধ দখল মামলার তিনজনসহ বিভিন্ন মামলার আসামিরা রয়েছেন।

আরএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ১ জনকে আটক করা হয়। এছাড়া ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার ১ জন ও অন্যান্য মামলার ৬ জন।

গ্রেপ্তার হওয়া বিশেষ তিনজন হলেন, সঞ্জয় কুমার দাস (৩৫), বোয়ালিয়া মডেল থানার কুমারপাড়া এলাকার শ্রী চঞ্চল চন্দ্র দাসের ছেলে, মো. মিনারুল ইসলাম মিন্নাল (৪৫), শাহমখদুম থানার ভূগরইল এলাকার মৃত লুছেন মণ্ডলের ছেলে, মো. তৌফিকুর রশিদ ওরফে রিয়াদ (২২), বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর পূর্বপাড়ার মো. হারুন অর রশিদের ছেলে। বর্তমানে তিনি রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় বসবাস করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরএমপি।