হতাহত ও নিখোঁজদের তালিকা প্রস্তুতে মাইলস্টোন স্কুল কর্তৃক তদন্ত কমিটি গঠন

টু‌ইট‌ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসে  বিমান ভূপাতিত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর হতাহত ও নিখোঁজদের সঠিক তালিকা প্রস্তুতের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার (২২ জুল‌াই) স্কুল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

স্কুল কর্তৃপক্ষ প্রদত্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং হতাহত ও নিখোঁজদের নাম, শ্রেণি, পরিচয় ও ঠিকানাসহ একটি বিস্তারিত তালিকা প্রস্তুত করবে এই কমিটি।

তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটির সদস্যবৃন্দ:

সভাপতি: অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম

সদস্য: মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ (প্রশাসন), মিসেস খাদিজা আক্তার, প্রধান শিক্ষিকা ও মিসেস লুৎফুন্নেসা লোপা, কো-অর্ডিনেটর। এছাড়ও  মনিরুজ্জামান মোল্লা, অভিভাবক প্রতিনিধি (শিক্ষার্থী: যাইমা জাহান, শ্রেণি: চতুর্থ, ক্লাস কোড: ২২৭৪),  মারুফ বিন জিয়াউর রহমান, শিক্ষার্থী প্রতিনিধি, দ্বাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ এবং  মো. তাসনিম ভূঁইয়া প্রতিক, শিক্ষার্থী প্রতিনিধি, দ্বাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ।

জরুরি যোগাযোগ:

দুর্ঘটনায় নিখোঁজ বা ক্ষতিগ্রস্তদের বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে, তা নিচের নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে-

প্রধান শিক্ষিকা: ০১৯৬৩৮৩৫৬২৬

কো-অর্ডিনেটর: ০১৭১৩০৯১৪১৭

স্কুল কর্তৃপক্ষ বলেছে, সবার সহযোগিতার মাধ্যমেই নিখোঁজ ও আহতদের সন্ধান এবং সঠিক তালিকা প্রস্তুত সম্ভব হবে। এ বিষয়ে কোনো তথ্য বা সাহায্যের প্রয়োজন হলে কন্ট্রোলরুমে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, সমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের একটি ভবনের ছাদে ভূপাতিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের মধ্যে বহু হতাহতের ঘটনা ঘটে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কিছু শিক্ষার্থী ও স্টাফ।

স্কুল কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিমান বাহিনীর প্রতিনিধিরা ঘটনাস্থলে যৌথভাবে তদন্ত পরিচালনা করছেন।

TweetNews24.com পরিবারের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।