যমুনায় ১৩ দলের সঙ্গে ইউনূসের সংলাপ চলছে
১৩ দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, চলছে সংলাপ
টুইট ডেস্ক: রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী অনিশ্চয়তার প্রেক্ষাপটে বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিকেল ৩টার পর শুরু হওয়া এ বৈঠক এখনো চলমান রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, বৈঠকে অংশ নিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের ড. আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স ও গণফোরামের ডা. মিজানুর রহমান।
সংলাপে মূলত নিরপেক্ষ নির্বাচন, সহিংসতা রোধ, রাজনৈতিক সহাবস্থান এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক দলগুলোর নেতারা চলমান পরিস্থিতি সামাল দিতে সরকারকে আরও কার্যকর, শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এর আগে মঙ্গলবার রাতে ড. ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসেন।
সেই বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, রাজনৈতিক মতবিরোধ থাকলেও সব দলই ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে চায় এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থার বার্তা দিয়েছে।