একই পরিবারের ৪ জন, ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮

টুইট ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

নিহতের মধ্যে একই পরিবারের চার জন সদস্য। তারা রোগী দেখার জন্য মাইক্রোবাস যোগে সিরাজগঞ্জের কামারখন্দ এলাকায় যাচ্ছিলেন। তাৎক্ষণিক ভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে আরও একজন মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় একজন পুরুষ ও একজন নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ঢাকার উদ্দেশ্যে যাওয়া মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।