পাওনা টাকার জেরে ভাইয়ের কো’পে বোনের মৃ’ত্যু

টুইট ডেস্ক: যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শারমীন (৩৫) নামে এক গৃহবধূ বড় ভাইয়ের হামলায় নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শারমীনের স্বামী শিমুল হোসেন পেশায় রিকশাচালক। তারা ওই গ্রামের শাহারুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

শিমুল হোসেন জানান, শারমীন বড় ভাই খোকন মোল্লার স্ত্রীর কাছে দুই হাজার টাকা পেতেন। এ টাকা চাইতে গেলে ভাবির সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এ সময় খোকনের মেয়ে মিম্মি এসে বিষয়টি জানতে পেরে ঘরে গিয়ে তার বাবাকে খবর দেয়। পরে খোকন মোল্লা ঘর থেকে একটি হাঁসুয়া নিয়ে শিমুলকে মারতে আসেন। শারমীন স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে হাঁসুয়ার আঘাত তার ঘাড়ের বামপাশে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শারমীনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পাওনা টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।