রাজশাহীতে ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা থেকে ১৭ বছর আগে করা মামলায় যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি মো. মনিরুল ইসলাম ওরফে লিটনকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (২২ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটের দিকে বাঘা উপজেলার চক নারায়ণপুর পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বুধবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাদকবিরোধী অভিযান চালানোর অংশ হিসেবে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয় ওই আসামিকে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিএসসি গোয়েন্দা দল জানতে পারে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক লিটন ছদ্মবেশে নিজ এলাকায় আত্মগোপন করে আছে। এরপর তার গতিবিধি পর্যবেক্ষণ ও পরিচয় নিশ্চিত করে সোমবার অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া মনিরুল ইসলাম বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি ২০০৮ সালে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন এবং তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
আটক মনিরুল ইসলামকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।