বিএনপিকে বেঁধে রাখতে ‘অযৌক্তিক’ সংস্কারের অভিযোগ

টুইট ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। তারা বলছে, কমিশনের ‘অযৌক্তিক’ সংস্কার প্রস্তাবের লক্ষ্য বিএনপিকে বেঁধে রাখা। বিশেষ করে দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার সিদ্ধান্তকে গণতন্ত্রবিরোধী বলে মনে করছে দলটি।

সোমবার গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক সূত্র জানায়, দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কমিশনের প্রস্তাবে বিএনপি জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেবে।

স্থায়ী কমিটির নেতারা বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বহু দেশে দলীয় প্রধানই প্রধানমন্ত্রী হন। বাংলাদেশেও এমন রেওয়াজ আছে। বিএনপির নেতৃত্ব ও ‘চেইন অব কমান্ড’ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলই সংসদে প্রধানমন্ত্রী ঠিক করবে।

বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে কিছু আলোচনা হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নেতারা বলেন, প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট ক্ষমতা না থাকলে সংসদীয় গণতন্ত্র অর্থহীন হয়ে যাবে।

এদিকে, বৈঠকে উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করা হয় এবং নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।