ডিসি অফিসে বেলুন ফোলাতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত

ডিসি অফিসে বেলুন ফোলাতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত

টুইট ডেস্ক : মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয় দিবসের বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো একজন।

শনিবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণ শুনানির জায়গায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের তীব্রতায় পা বিচ্ছিন্ন হয়ে যায় বেলুন বিক্রেতা আনোয়ার হোসেনের ব্যাপারী (৬০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আহত কবির হোসেনকে ( ২০) মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কবির বলেন, তাদের ৬০০ বেলুন ফোলানোর কথা ছিলো। এরমধ্যে ২০০ বেলুন ফোলানোর পর ভোর চারটার দিকে সিলিন্ডারের বিস্ফোরণ হয়।

ডিসি অফিসে বেলুন ফোলাতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত

বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই পা বিচ্ছিন্ন হয়ে যায় বেলুন ব্যবসায়ীর। শরীরের বিভিন্নস্থানে আঘাত পান কবির। ভবনের জানালা র কাচ ভেঙে গেছে এবং খুলে পড়েছে দেয়ালের পলেস্তারা।

ওসি হাবিল হোসেন জানান, নিহত আনোয়ার ব্যাপারীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিহত আনোয়ার ব্যাপারী ফরিদপুর জেলার কোতয়ালি থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। তিনি বেলুন ব্যবসায়ী ছিলেন। আহত কবির হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে।