শোকের মাঝেও পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাংলাদেশের
টুইট ডেস্ক : জাতীয় শোকের আবহে মিরপুরে উড়ল বিজয়ের পতাকা। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে ৮ রানে হারিয়ে টি–টোয়েন্টি সিরিজ জিতে নিল।
মঙ্গলবার শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ ১৩৩। জাকের আলি খেলেন ৫৫ রানের ঝকঝকে ইনিংস, মেহেদি হাসান করেন ৩৩। জবাবে পাকিস্তান ১৯.২ ওভারে থামে ১২৫ রানে। শুরুর ধাক্কায় তারা প্রথম ৫ উইকেট হারায় মাত্র ১৫ রানে। শেষদিকে ফাহিম আশরাফ (৫১) লড়াই জমিয়ে তুললেও হার এড়াতে পারেনি।
সিরিজের প্রথম জয়ের পর এটি বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি সিরিজ জয়ও। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে নামবে লিটনের দল।
ফলাফল: বাংলাদেশ ৮ রানে জয়ী (সিরিজ ২–০)। ম্যান অব দ্য ম্যাচ: জাকের আলি।