মাইলস্টোন দু’র্ঘটনায় নি’হত শিক্ষিকা মাসুকা বেগম নিপুর দাফন সম্পন্ন

টুইট ডেস্ক : রাজধানীর উত্তরা দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগম নিপুর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) আসরের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মাসুকা বেগম নিপু সদর উপজেলার চিলোকুট গ্রামের সিদ্দিক আহমেদ চৌধুরীর মেয়ে। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলা ভার্সনের ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তিনি ক্লাসরুমে ছিলেন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে সোমবার রাত ১২টার কিছু পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শোকাহত পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাসুকা ছিলেন বিনয়ী ও মেধাবী। বোনের মেয়ে ফাহমিদা খানম হৃদি বলেন, ‘‘আমরা বাকরুদ্ধ। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ খালামণিকে জান্নাত দান করেন।’’

বাবা সিদ্দিক আহমেদ চৌধুরী বলেন, ‘‘আমরা ভেঙে পড়েছি। মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই।’’ আরেক স্বজন খলিলুর রহমান বলেন, ‘‘তার এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।’’

শিক্ষিকা মাসুকার প্রাক্তন শিক্ষক ভৈরব জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু হানিফা বলেন, ‘‘সে ছিল আমার প্রিয় ছাত্রী, ভদ্র ও মেধাবী। কখনো ভাবিনি তার জানাজায় অংশ নিতে হবে।’’

এ ছাড়া আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহজাহান সিরাজ ও দলের নেতাদের পক্ষ থেকেও নিহতের পরিবারে প্রতি শোক ও সমবেদনা জানানো হয়েছে।

মাসুকা বেগম নিপু দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।