দায়িত্বহীনতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে সরকারের: নাহিদ

টুইট ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় সরকারের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার যদি সঠিক সময়ে মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপ নিত, তাহলে পরিস্থিতি এতটা অস্বাভাবিক হতো না।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। শিক্ষার্থীদের যৌক্তিক ছয় দফা দাবির সঙ্গে এনসিপি সংহতি জানাচ্ছে এবং দ্রুততার সঙ্গে দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছে।

তিনি অভিযোগ করেন, কিছু উপদেষ্টার দায়িত্বহীন আচরণ পরিস্থিতি আরও জটিল করেছে। এমনকি এইচএসসি পরীক্ষা স্থগিতের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও দেরি হয়েছে, উপদেষ্টাদের সমন্বয়হীনতার কারণে।

নাহিদ ইসলাম নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে বলেন, ঘটনাটি নিয়ে নানা ধরনের গুজব ও লাশ গুম নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। তিনি সরকারের কাছে সঠিক তথ্য, হতাহতদের সঠিক সংখ্যা এবং নিয়মিত তথ্য হালনাগাদ প্রকাশের দাবি জানান।

এনসিপি আহ্বায়ক বলেন, বিমান বিধ্বস্তের ঘটনার নিরপেক্ষ তদন্ত করা উচিত। তদন্তে স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি এবং সরকারবহির্ভূত বিশেষজ্ঞদের রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি, দীর্ঘমেয়াদে উদ্ধার ও মেডিকেল টিম গড়ে তোলার পরামর্শ দেন।

সবশেষে তিনি শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর প্রতি ধৈর্য ও সংহতির আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন এই সংকটকে নিজেদের স্বার্থে কাজে না লাগায়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন দলটির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।