৯ ঘণ্টা আটকে থাকার পর পুলিশ পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা

টুইট ডেস্ক : ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় নয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় পুলিশের পাহারায় বের হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা কলেজে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে। এর আগে সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান কর্মসূচি শুরু করে।

গতকাল সোমবার মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত ও অন্তত ১৬৫ জন আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে এ আন্দোলন শুরু করে। দাবিগুলোর মধ্যে ছিল—নিহত ও আহতদের তালিকা প্রকাশ, ক্ষতিপূরণ, বিমানবাহিনীর ঝুঁকিপূর্ণ বিমান বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার এবং শিক্ষকদের প্রতি অশালীন আচরণের জন্য সেনাবাহিনীর নিঃশর্ত ক্ষমা।

সকাল থেকে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নেন। উপদেষ্টারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসলেও উত্তেজনা কমেনি। দুপুরে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আসিফ নজরুল বলেন, ‘‘শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক। সরকার প্রতিটি দাবি পূরণ করবে।’’ তবে এ আশ্বাসের পরও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায় এবং তাঁদের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।

দুপুরের পর উপদেষ্টারা একবার বের হওয়ার চেষ্টা করলে দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীরা বাধা দেয়। বাধ্য হয়ে তাঁরা আবার কলেজের একাডেমিক ভবনে ফিরে যান।

অবশেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় তিনজনকে কলেজ ভবন থেকে বের করা হয়। কলেজের মূল ফটক পেরিয়ে তাঁদের গাড়িবহর দিয়াবাড়ি মেট্রোরেল ডিপোর দিকে চলে যায়।

এ ঘটনায় পুরো দিন উত্তপ্ত থাকে কলেজ এলাকা। শিক্ষার্থীরা জানায়, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।