গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান বিমান বাহিনী প্রধানের
টুইট ডেস্ক : দেশের যেকোনো দুর্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেছেন, ‘‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিমান বাহিনী গুরুত্বপূর্ণ। গুজব ছড়িয়ে এই স্তম্ভকে দুর্বল করবেন না।’’
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
বিমান বাহিনী প্রধান বলেন, ‘‘দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে, এটা দুঃখজনক। এখানে লুকানোর কিছু নেই। যা জানা যাচ্ছে, তা আইএসপিআরের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। আমরা দেশেরই মানুষ।’’
তিনি জানান, বিমানবাহিনীর প্রতিটি বিমান নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় এবং এ বিষয়ে কোনো আপস করা হয় না। তিনি বলেন, ‘‘প্রযুক্তি হয়তো পুরোনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো নয়। প্রতিটি বিমানের নির্দিষ্ট ‘লাইফ টাইম’ আছে। আমরা সবসময় সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি।’’
বিমান বিধ্বস্তের ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘তদন্তে যদি কোনো ভুল-ত্রুটি পাওয়া যায়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের আত্মত্যাগের কথা স্মরণ করে বিমান বাহিনী প্রধান বলেন, ‘‘বিমানটিকে জনবসতিহীন স্থানে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তিনি। নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের জন্য।’’
তিনি আরও বলেন, ‘‘গতকাল থেকে এ ঘটনায় সবার সম্মিলিত প্রচেষ্টা আমাদের কৃতজ্ঞতা জানাতে বাধ্য করছে। উপদেষ্টা, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবাই মিলে পাশে দাঁড়িয়েছেন।’’