বান্দরবানে গুলিতে ঢাকার পর্যটকের মৃত্যু, ৪ বন্ধু আটক
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় স্থানীয়ভাবে তৈরি বন্দুকের গুলিতে ঢাকার এক পর্যটক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ত্বহা বিন আমীন (২৪)। তিনি ঢাকার ডেমরার মো. আলামীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই ত্বহা তার চার বন্ধু সাইফুল, মেরাজ, নাবিল ও মিনহাজকে নিয়ে ঘুরতে আলীকদম আসেন। তবে পর্যটন তথ্যকেন্দ্রে কোনো তথ্য না দিয়ে তাঁরা মাতামুহুরী রিজার্ভ এলাকায় কুরুকপাতা ইউনিয়নের তরনী পাড়ার একটি জুমঘরে অবস্থান নেন।
সোমবার (২১ জুলাই) সকালে ঘুম থেকে ওঠার পর জুমঘরে থাকা একটি স্থানীয়ভাবে তৈরি একনলা বন্দুক নিয়ে ছবি তুলছিলেন তারা। এ সময় ত্বহার বন্ধু মীর মাহদী হাসান নাবিল অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগারে চাপ দেন। গুলিটি সরাসরি ত্বহার বুকে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়দের সহযোগিতায় মরদেহ তরনী ঝিরি পার হয়ে মাতামুহুরীর চরে নিয়ে আসা হয়।
আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রোর মাধ্যমে পুলিশ ঘটনাটি জানতে পারে। এরপর ঘটনাস্থলে পৌঁছে দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে গুলিবিদ্ধ অবস্থায় ত্বহার মরদেহ উদ্ধার করে এবং সঙ্গে থাকা চার বন্ধুকে আটক করে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।