নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের কিশোরীরা
টুইট ডেস্ক : শিরোপার লড়াইয়ে টানটান উত্তেজনা, অলিখিত ফাইনালের রোমাঞ্চ। সমীকরণ ছিল সহজ—ড্র করলেই শিরোপা বাংলাদেশের, আর জিতলে নেপালের। কিন্তু প্রতিপক্ষকে কোনো সুযোগই দিল না লাল-সবুজের মেয়েরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।
গতবার ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই বিতর্কিত স্মৃতি এবার মুছে দিয়ে এককভাবে শিরোপা জিতল মেয়েরা। ভারতের অনুপস্থিতি নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে কিছুটা আলোচনা থাকলেও বাংলাদেশ-নেপাল দ্বৈরথ ঘিরে জমে ওঠে ফাইনালের সমান উত্তাপ। রাউন্ড রবিন লিগে বাংলাদেশের পয়েন্ট ছিল ১৫, নেপালের ১২। তাই শেষ ম্যাচটিই হয়ে ওঠে ফাইনাল।
মাঠে নেমেই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাগরিকা ম্যাচের মাত্র ৮ মিনিটেই দলকে এগিয়ে দেন। মাঝমাঠ থেকে পাওয়া থ্রু ধরে নেপালের রক্ষণ ভেদ করে দারুণ প্লেসিং শটে জাল কাঁপান তিনি।
প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে ঝড় তোলেন সাগরিকা। একের পর এক আক্রমণে বিধ্বস্ত হয় নেপাল। সাগরিকাই হ্যাটট্রিকসহ আরও তিনটি গোল করে ম্যাচ শেষ করেন ব্যক্তিগত চার গোল নিয়ে। নেপালও প্রথমার্ধে একটি বড় সুযোগ পেয়েছিল, কিন্তু তাদের শট বারে লেগে ফিরে আসে। ৪-০ গোলের বিশাল জয় নিশ্চিত করে লাল-সবুজের মেয়েরা তোলেন শিরোপা উল্লাস।
ম্যাচের আগে কিংস অ্যারেনায় উপস্থিত খেলোয়াড় ও দর্শকরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন উত্তরার মাইলস্টোন স্কুলের কাছে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে। শোক আর আনন্দ মিশে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের জন্য সোমবার হয়ে ওঠে আবেগময় এক দিন।