মাইলস্টোনে হতাহতদের পাশে থাকার আহ্বান খালেদা জিয়ার
টুইট ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করেন।
সোমবার (২১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় খালেদা জিয়া বলেন, “মহান আল্লাহ যেন শোকাহত পরিবারগুলোকে এই শোক সইবার শক্তি দান করেন। আহতদের সুস্থতা কামনা করি।”
তিনি ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্তদানে এগিয়ে আসতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন। একইসঙ্গে নিহত ও আহতদের পরিবারের খোঁজ-খবর রাখতে ও সার্বিক সহায়তায় পাশে থাকার আহ্বান জানান।
দুর্ঘটনার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকসহ নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স বহর নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তায় কাজ শুরু করে। দুর্ঘটনার পর থেকেই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।