বাঘায় ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই ২০২৫) জোহরের নামাজের পর বাঘা মাজার প্রাঙ্গণে বাঘা মাজার ওয়াকফ এস্টেটের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাঘা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন নুহু, সাবদার হোসেন, অধ্যক্ষ আব্দুল হামিদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনিরুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, শাহী মসজিদের ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রহমান, শিক্ষক আব্দুর রাজ্জাকসহ মাজার মসজিদের ইমাম ও স্থানীয় মুসল্লিরা।