প্রেমের প্রস্তাব প্রর্তাক্ষান করায় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ধ’র্ষণ, ধ’র্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে প্রেমের প্রস্তাব প্রর্তাক্ষান করায় জোরপূর্বক দশম শ্রেণীর এক ছাত্রীকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। গত ১৯ জুলাই বিকেলে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে জয়য়পুরহাট সদরের বেলতলা দূর্গাদহ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ২০ জুলাই সকালে রাকিব হোসেন (২১) নামে একজনকে আসামী করে জয়পুরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৫ এর সদস্যরা আসামীকে গ্রেফতার করতে অভিযান চালিয়ে সোমবার (২১ জুলাই) সকাল ১০ টার দিকে সদর উপজেলার কিনাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাকিব হোসেন জয়পুরহাট সদর উপজেলার ভগবানপুর আশিনপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। সোমবার দুপুরে র্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ওই ছাত্রী স্থানীয় এক শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণীতে পড়ত। বিদ্যালয়ে যাতায়াতের সময় রাকিব হোসেন ওই ছাত্রীকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিত। রাজি না হওয়ায় তাকে অনবরত উত্যক্ত করত। গত ১৯ জুলাই বিকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে জয়পুরহাট সদরের বেলতলা দুর্গাদহ এলাকায় রাকিব হোসেন সিএনজি চালকের সহযোগিতায় জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে যায় এবং ধর্ষণ করে। জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত নাজমুল কাদের গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় হস্তান্তরের বিষয় নিশ্চিত করেছেন