বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা এবং কর্মসূচি ঘোষনা

টুইট ডেস্ক : শুক্রবার (১৫ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শনিবার দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করবেন বলে জানান।

তিনি বলেন, বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি ইউনিটের আয়োজিত সমাবেশটি মগবাজারে গিয়ে শেষ হবে।

সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।

মহান বিজয় দিবসে বিএনপি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) অন্যান্য কর্মসূচির পাশাপাশি শোভাযাত্রা বের করবে।

বিজয় সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি। বুধবার দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বেইলি রোডে ডিএমপি কার্যালয়ে গিয়ে চিঠি জমা দেন।

এছাড়া সকালে বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে বলে জানান রিজভী।

দলের স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা সকাল ৮টা ৪০ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন তারা।

বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাও করবে বিএনপি। দলটির বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনও সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।