ফাঁকা জায়গায় নামাতে গিয়ে প্রাণ হারালেন বৈমানিক তৌকির
টুইট ডেস্ক : ঢাকার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে ফাঁকা জায়গায় নেয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। সোমবার (২১ জুলাই) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার এ কে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনার বিস্তারিত কারণ তদন্ত শেষে জানানো হবে।
বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক সর্বোচ্চ চেষ্টা করে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত তা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। এতে বৈমানিকসহ ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬৪ জন, যাদের অনেকেই শিক্ষার্থী।
বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।