২৮০ জন আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছে
টুইট ডেস্ক : রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) একটি আপিলের মাধ্যমে মোট ২৮০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছে। এছাড়া প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তাদের বৈধ বিবেচনা করা পাঁচজন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করেছে কমিশন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন ভবনে, ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে, ছয় দিনে মোট ৫৬০টি আপিল প্রাপ্ত হয়েছে।
নির্বাচন কমিশন শুনানির শেষ দিনে, ২২ জন আবেদনকারীর প্রার্থীতা পুনর্বহাল করে এবং ৬২ জনের আপিল খারিজ করে দেয়। মোট ৮৪ জনের আপিল শুনানি করেছে ইসি, এর মধ্যে আপিল মঞ্জুর হয়েছে ২২ জনের এবং খারিজ হয়েছে ৬২ জনের।