মান্দায় বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা এলাকার গৌরাঙ্গ বিল থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় কৃষকেরা তাকে উদ্ধার করেন।
আব্দুল আজিজ মোল্লা তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লাহ মোল্লার ছেলে। বর্তমানে তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আজিজ মোল্লাকে হত্যার চেষ্টা করেছিলেন সৎভাই নাসির উদ্দিন মোল্লাসহ তার লোকজন।
চিকিৎসাধীন আব্দুল আজিজ মোল্লা জানান, তার সৎভাই নাসির উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।
আব্দুল আজিজ বলেন, ‘গতকাল রাতে তালপাতিলা মোড়ের মসজিদে এশার নামাজ পড়ে বের হওয়ার পর মোজাম্মেল হক মুজাম ও ইয়াদ আলী নামের দুই ব্যক্তি গল্প করার কথা বলে আমাকে নিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকেন। কিছু দূর এগোনোর পর হঠাৎ পেছন থেকে কেউ লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি।’
তিনি আরও বলেন, ‘পরে জানতে পারি, আমাকে বস্তায় ভরে মুখ, হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল। সকালে কৃষকেরা আমাকে উদ্ধার করেন।’
তালপাতিলা গ্রামের কৃষক আব্দুর রকিব জানান, সকালে ধানক্ষেতে সার দিতে গিয়ে বস্তার ভেতরে মানুষ দেখে চিৎকার করেন। পরে অন্যরা এসে আব্দুল আজিজকে উদ্ধার করে।
এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মোল্লার সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি আমাদের জানা আছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’