বিএনপি নিয়ে প্রতিবেদনের জেরে রাজশাহীতে অনলাইন নিউজ পোর্টাল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপির কমিটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের জেরে ‘পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম’ নামের অনলাইন নিউজ পোর্টালটি বন্ধ হয়ে গেছে।

রোববার (২১ জুলাই) পোর্টালটির মালিকপক্ষ এই সিদ্ধান্ত নেয়। ফলে পোর্টালটির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৫৭ জন কর্মীর চাকরি হারানোর শঙ্কা দেখা দিয়েছে।

পদ্মাটাইমস ২০১৭ সালের ১ জানুয়ারি চালু হয়, ২০২২ সালের ২১ জুলাই সরকারিভাবে নিবন্ধিত হয়। এর প্রকাশক রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়। বর্তমানে তিনি পলাতক।

পদ্মাটাইমসের সম্পাদক এম বদরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রকাশক আজিজুল আলম বেন্টুর নির্দেশে অনিবার্য কারণে পদ্মাটাইমসের সকল কার্যক্রম বন্ধ করা হলো। এই সিদ্ধান্ত আমাদের জন্য বেদনাদায়ক। সকলের সহানুভূতি কামনা করছি।’

সাংবাদিকদের অভিযোগ, জেলা বিএনপির কমিটি নিয়ে প্রকাশিত একটি রিপোর্ট ভাইরাল হলে মালিকের পরিবার হুমকি-ধমকির মুখে পড়ে। বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের অনুসারীরা মালিকের বাড়ির কাছে গিয়ে মব তৈরি করারও চেষ্টা করে। পরে সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়।

এ নিয়ে আবু সাঈদ চাঁদ বলেন, ‘পদ্মাটাইমস আমাকে নিয়ে যা খারাপ আছে লিখেছে, সত্য-মিথ্যা মিলিয়ে। আমি কিছু বলিনি, সাংবাদিকদের সম্মান করি। কাউকে হুমকি দেয়ার প্রশ্নই ওঠে না। তারা নিজেরা নিজেরাই পোর্টাল বন্ধ করেছে।’

পদ্মাটাইমস সম্পাদক জানান, মালিক সাংবাদিকতায় কখনো হস্তক্ষেপ করেননি। আওয়ামী লীগের আমলেও পোর্টালটি হামলার শিকার হয়েছিল। এমনকি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের হস্তক্ষেপে একসময় প্রায় এক বছর পোর্টালটি ব্লক ছিল।

রাজশাহী জেলা সাংবাদিক সংস্থার সভাপতি জাহিদ হাসান বলেন, ‘কেবল একটি নিউজের কারণে পোর্টাল বন্ধ হওয়া দুঃখজনক। এতে অনেক মানুষের রুটি-রুজি জড়িত।’