৬৪ বছরে এপেক্সের সেবার ছোঁয়া বান্দরবানে
বান্দরবানে এপেক্স ক্লাবগুলোর মানবিক উদ্যোগে ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বান্দরবান প্রতিনিধি: এপেক্স বাংলাদেশের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলার চারটি ক্লাব—এপেক্স ক্লাব অব বান্দরবান, নীলাচল, সাংগু ও গ্রীণ সিটি—একযোগে মানবিক কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপন করে।
উক্ত অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব বান্দরবান একটি সেলাই মেশিন উপহার দেয় এক মহিলাকে যাতে তিনি আত্মনির্ভরশীল হতে পারেন। অন্যদিকে, সদ্য প্রতিষ্ঠিত এপেক্স ক্লাব অব গ্রীণ সিটি তিনটি অসচ্ছল পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন ঢাকনাওয়ালা বড় বালতি, গামছা, ওড়না, আয়না ও টর্চ বিতরণ করে।
গ্রীণ সিটি ক্লাবের সভাপতি এপে. ডনাই নেলী বলেন, “আমি দীর্ঘদিন যাবত মানবিক সেবামূলক কাজ করলেও এখন থেকে ক্লাবের ব্যানারে এ সকল উদ্যোগ পরিচালনা করব যেন এপেক্সের সুনাম আরও ছড়ায়।” তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমানকে, যাঁর অনুপ্রেরণায় গ্রীণ সিটি ক্লাবের পথচলা শুরু হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট এপে. নিনি প্রু, সাংগু ক্লাবের সভাপতি এপে. বীরলাল তংচঙ্কা, বান্দরবান ক্লাবের আইপিপি এপে. মোজাম্মেল হক, সিনিয়র সহসভাপতি এপে. হোসনে আরা শিরিন, এপে. সারা সুদীপা ইউনুস এবং অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপে. নুরুল আমিন চৌধুরী আরমান। তিনি বলেন, “এপেক্স বাংলাদেশ বিগত ৬৪ বছর ধরে মানবিক সেবায় নিয়োজিত থেকে যে পরিচিতি অর্জন করেছে, তা ভবিষ্যতেও বজায় রাখবে।
আমাদের উচিত আরও আন্তরিকতার সঙ্গে মানুষের কল্যাণে এগিয়ে আসা।”