পাকিস্তানের কোয়েটায় বিস্ফোরণে মেজর কাকার শহীদ

কোয়েটায় ম্যাগনেটিক আইইডি বিস্ফোরণে মেজর মুহাম্মদ আনোয়ার কাকার শহীদ: ভারতের প্রক্সি হামলায় পাকিস্তানের বীর সন্তানের আত্মত্যাগ

বিশ্ব ডেস্ক: গত শনিবার সন্ধ্যায় বালুচিস্তানের কোয়েটা শহরের জিন্নাহ রোড এলাকায় একটি ম্যাগনেটিক আইইডি বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর সাহসী কর্মকর্তা মেজর মুহাম্মদ আনোয়ার কাকার শহীদ হন।

ভারতের অর্থায়নে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠী ফিতনা-তুল-হিন্দুস্তান এই হামলার পেছনে রয়েছে বলে পাকিস্তানের গোয়েন্দা সূত্র দাবি করেছে।

মেজর কাকার ছিলেন বালুচিস্তানের পিশিন জেলার সন্তান এবং এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান সেনাবাহিনীতে দেশের রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বিশেষ করে ভারতের প্রক্সি সন্ত্রাসের বিরুদ্ধে পরিচালিত একাধিক অভিযানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন এবং চলমান তথ্যযুদ্ধেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

এই বিস্ফোরণে মেজর কাকার ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন। তাঁর এই আত্মত্যাগ শুধু তাঁর পরিবার নয়, বরং সমগ্র বালুচিস্তান ও পাকিস্তানের জন্য এক গভীর বেদনাদায়ক ঘটনা।

তিনি পেছনে রেখে গেছেন তাঁর বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী ও তিন কন্যা। মেজর কাকারের শাহাদাত আজ দেশের জন্য এক গর্বের প্রতীক, যা পাকিস্তানের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের হৃদয়ে চিরকাল জেগে থাকবে।

সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, ভারত বারবার সরাসরি যুদ্ধে পরাজিত হয়ে এখন ছদ্মবেশী প্রক্সি হামলার পথ বেছে নিয়েছে। তবে মেজর কাকার মতো সাহসী সন্তানরা এসব ষড়যন্ত্র রুখে দিতে সদা প্রস্তুত।