রাজশাহীতে যৌথ অভিযানে ‘ককটেল মুরাদ’ গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

টুইট ডেস্ক: রাজশাহী সিটি কর্পোরেশনের সাহেববাজার এলাকার বড় কুঠি মাস্টার পাড়ায় র‌বিব‌ার রাত আনুমানিক ২টায় যৌথ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর একটি টিম।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী মোঃ মুরাদ শেখ ওরফে ‘ককটেল মুরাদ’-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি রাউন্ড গুলি (অ্যামোনিশন) উদ্ধার করা হয়েছে।

পরিচিতি ও অপরাধ

মুরাদ শেখ ‘ককটেল মুরাদ’ নামে রাজশাহীর অপরাধ জগতে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা, বিস্ফোরক ব্যবহার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সেনাবাহিনীর বার্তা

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, “সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সরাসরি নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।