কুমিল্লায় সরকারি রাস্তা দখল করে হাউস নির্মাণ

কালিকাপুরে জনদুর্ভোগ চরমে

কুমিল্লা প্রতিনিধি: বুড়িচং উপজেলার ২নং বাকশীমুল ইউনিয়নের কালিকাপুর মধ্যেপাড়া এলাকায় সরকারি রাস্তা দখল করে প্রভাবশালীরা স্থায়ী কংক্রিট হাউস ও ড্রেনের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণ করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় একজন সচেতন নাগরিক (নাম গোপন অনুরোধে প্রকাশ করা হলো না) জানান, উক্ত রাস্তাটি কালিকাপুর আব্দুল মতিন সরকারি কলেজের পশ্চিম পাশ থেকে শুরু হয়ে কালিকাপুর মধ্যেপাড়া জামে মসজিদ পর্যন্ত বিস্তৃত। এটি কালিকাপুর আদর্শ শিশু নিকেতন, শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি কলেজের শত শত শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার সাধারণ মানুষের চলাচলের প্রধান পথ।

দুর্ঘটনা ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা

শনিবার (২০ জুলাই) সকালে স্কুলে যাওয়ার পথে কয়েকজন শিশু-কিশোর একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে দুর্ঘটনার মুখোমুখি হয়। রাস্তার প্রায় ৬–৭ ফুট জায়গা দখল করে তৈরি হাউসের কারণে রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়েছে এবং পানি নিষ্কাশনের একমাত্র মুখ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

বর্ষাকালে এর প্রভাব আরও ভয়াবহ হয়ে উঠছে, পানি জমে রাস্তাঘাট কর্দমাক্ত হচ্ছে এবং পথচারীদের চলাচল অসম্ভব হয়ে পড়ছে।

নিম্নমানের নির্মাণসামগ্রী, অসমাপ্ত কাজ

স্থানীয় সূত্র জানায়, রাস্তার উন্নয়নে যেসব কাজ হয়েছিল, তাও অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে অসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। একাধিকবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

জনগণের আহ্বান

এলাকার সচেতন জনগণ সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানিয়েছেন এবং দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা সংস্কারের পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন।

আপনার এলাকায় এমন কোনো সমস্যা? আমাদের জানান।
Email: [email protected] |